শনিবার, ২১ মে ২০২২, ০৬:০১ অপরাহ্ন
রাবি প্রতিনিধি : ২৭ আগস্ট ২০১৬ সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘বঙ্গবন্ধু : স্বাধীন বাংলাদেশ ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘আপনি যে দলই করেন না কেন আপনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা শুনতে হবে। তাঁর আদর্শ অনুসরণ করতে হবে। কেননা বাংলাদেশের জন্ম হয়েছে বলেই আপনি দল করতে পারছেন। আর বঙ্গবন্ধু ছাড়া বাংলদেশের কথা চিন্তাই করা যায় না। বঙ্গবন্ধু বাঙালির অর্থনৈতিক, রাজনৈতিক ও সাম্প্রদায়িক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। কেননা তাঁর কথায় সাড়ে সাত কোটি মানুষ আন্দোলনে নেমেছিল, জীবন দিয়েছিল। তাই যতদিন লাল সবুজের পতাকা থাকবে ততদিন বঙ্গবন্ধুর কথা বলার মানুষ থাকবে। তাঁর আদর্শ বেঁচে থাকবে।’ রাবি উপাচার্য বলেন, ‘যে কোনো যুদ্ধেরই একটা নিয়ম থাকে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্রে যুদ্ধের কোনো নিয়মই মানা হয়নি। ছোটো শিশু শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যার করা হয়। তাকে হত্যা করা হয়েছে তাঁর আদর্শের জন্য। তাঁর সেই আদর্শ হলো এ দেশের স্বাধীনতা আনা, দেশের মানুষকে মুক্তি করা। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একটি বিপ্লবের পর আরেকটি প্রতি বিপ্লবের সূচনা করেছে। কিছু বিপথকামী সেনা-রাজনৈতিক ব্যক্তিরা চেয়েছিলো স্বাধীনতা নস্যাৎ করে দিতে।’ অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক সনৎকুমার সাহা বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড ও ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকে আকস্মিক হত্যাকান্ড ভাবার কোনো কারণ নেই। এটা ছিলো একটা সুপরিকল্পিত প্রক্রিয়া।’ সভার শুরুতে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাবি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক প্রমুখ।