শনিবার, ২১ মে ২০২২, ০৫:৫০ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে আন্তঃসেমিস্টার ক্রিকেট খেলা ৪ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় রাজশাহী নগরীর দরগাপাড়াস্থ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। আন্তঃবিভাগ ক্রিকেট খেলায় ৮ম ব্যাচের শিক্ষার্থীদের দল ‘দূরন্ত এনবিআইইউ’ চ্যাম্পিয়ান ও ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের দল ‘এলেভেন ওয়ারিরর্স’ রানার্সআপ হয়। খেলায় ম্যান অব ম্যাচ হন ৮ম ব্যাচের শিক্ষার্থী শান্ত, ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় ৬ষ্ঠ ব্যাচের জাবির খান। খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এনবিআইইউ’র উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও কলামিস্ট প্রফেসর ড. আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজনেস স্টাডিজ বিভাগের উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. আমজাদ হোসেন। এনবিআইইউ’র ট্রেজারার ও বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান জনাব আনওয়ারুল কামাল চৌধুরী, কো-অর্ডিনেটর মো. সাজেদুল ইসলাম। সহকারি প্রক্টর ও শিক্ষক এম. আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক নাঈমা রহমান, অনুসুয়া সরকার, ইদ্রিস আলী, হোসেন আলী, সাজু সরদার, মোখলেছুর রহমান পলাশ, রাব্বি প্রমুখ। সেখানে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।