মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:১৮ অপরাহ্ন
রামেক প্রতিনিধি : ৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে অবস্থানরত আত্মীয়ের সঙ্গে সাক্ষাৎ করে ফেরার পথে স্বরূপনগর এলাকায় সন্ত্রাসী হামলা শিকার হন নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবদুর রহমান এডু। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তার ডান হাত ও বাম পা ভেঙে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রপচার শেষে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে এডুর চিকিৎসার খোঁজখবর নিতে দেখা করেছেন রাজশাহী প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব আসলাম-উদ-দৌলা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনকে এডুর উন্নত চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান।