সোমবার, ০১ মার্চ ২০২১, ১২:০৪ পূর্বাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আন্তঃসেমিস্টার ক্রিকেট খেলা ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার সকাল ১০টায় রাজশাহী নগরীর রেলওয়ে কলোনী মাঠে অনুষ্ঠিত হয়। আন্তঃবিভাগ ক্রিকেটের চূড়ান্ত পর্বে ১ম ও ২য় সেমিস্টারের সম্মিলিত দল নর্থ টাইটেন চ্যাম্পিয়ান ও ১০ম সেমিস্টারের শিক্ষার্থীদের দল ভাইটাল এলএলবি রানার্সআপ হয়। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় শিক্ষার্থী শিক্ষার্থী আরিফুল ইসলাম জয়। দিনব্যাপী খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এনবিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও কলামিস্ট প্রফেসর ড. আবদুল খালেক, উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, রাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আজম শান্তনু, আইন বিভাগের প্রফেসর ড. আব্দুল আলীম প্রমুখ। রাশেদা খালেক বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ নেই। তারা খেলাধূলাসহ বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অনেক এগিয়ে। শিক্ষকরা তাদের মেধা আবিষ্কারে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও দক্ষ খেলোয়াররাই একদিন ক্রিকেট অঙ্গনে নেতৃত্ব দিবেন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আইন বিভাগের কো-অর্ডিনেটর ড. নাসরিন লুবনা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক শামীমা সুইটি, সাইমুম তুহিন, নূরে আলম প্রমুখ।