বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১১:৪৬ অপরাহ্ন
আইইউবিএটি প্রতিনিধি : ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT) ইউনিভার্সিটিতে গনহত্যা দিবস ও ৪৭তম স্বার্ধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১৯৭১ সালে ২৬শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের উপনিবেশিক শাসনের ২৩ বছরের পরাধীনতা থেকে মুক্তির জন্য স্বাধীনতার ঘোষনা দেন। আলোচনায় অংশগ্রহন করেন রেজিষ্ট্রার অধ্যাপক ড এম এ জব্বার, পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর ড খাজা মোহাম্মদ সুলতানুল আজিজ, কলেজ অব বিজনেস এডমিনিস্টেশন এর অধ্যাপক ড এম এ মান্নান, অধ্যাপক লুৎফুর রহমান, কলেজ অব এগ্রিকাচারাল সাইন্সেস এর অধ্যাপক ড মুজিবুর রহমান খান, ডিপার্টমেন্ট অব মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, ডিপার্টমেন্ট অব ক্যামিস্ট্রি এর চেয়ার ও অধ্যাপক আবুল খায়ের প্রমুখ। মুক্তিযুদ্ধে জাতির অবদানের কথা গুরুত্বের সাথে বর্তমান প্রজম্নের কাছে তুলে ধরা হয়।