মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:২৫ পূর্বাহ্ন
আইইউবিএটি প্রতিনিধি : ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (IUBAT) এবং আইসিএফএআই ইউনিভার্সিটি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এর সাথে বুধবার, ২০শে ডিসেম্বর ২০১৭ ইং তারিখে আইইউবিএটি এর কনফারেন্স হল-এ সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। আইইউবিএটি এর পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, রেজিস্ট্রার, অধ্যাপক ড. এম এ জব্বার এবং আইসিএফএআই ইউনিভার্সিটি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক বিপ্লব হালদার ও রেজিস্ট্রার ড. এভালা রাংঙ্গানাত, সমঝোতায় স্বাক্ষর করেন। সমঝোতা চুক্তির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়য়ের ক্রেডিট স্থানান্তরণ, গবেষণা বিনিময়, শিক্ষক বিনিময়, অনলাইন পাঠ্যক্রম, শিক্ষার্থী বিনিময়, শিক্ষামূলক উপকরণ বিনিময়, যৌথ গবেষণা ও প্রযুক্তিগত সহায়তা বা প্রশিক্ষণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাএা বাস্তবায়নে সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার স্থায়ী উন্নয়নসহ (ESD) অন্যান্য যৌথ প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, তথ্য বিনিময়ের জন্য অগ্রাধিকার পাবে।