শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৫০ অপরাহ্ন
আইইউবিএটি প্রতিনিধি : ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT) ইউনিভার্সিটিতে মঙ্গলবার উত্তরায় তাদের নিজস্ব ক্যাম্পাসে বিএনসিসির একটি পুরুষ প্লাটুনের শুভ উদ্ভোধন করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস, বিএনসিসির মহাপরিচালক, প্রধান অতিথি, অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, BTFO, ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর প্রো-ভিসি এবং গভর্নিং বডির সদস্য বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। IUBAT উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাহমুদা খানম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ খাজা মুহাম্মদ সুলতানুল আজিজ IUBAT এর ডিস্টিংগুইশড প্রফেসর স্বাগত বক্তব্য দেন. IUBAT বিএনসিসি প্লাটুনের ডিসেম্বর ২০১৬ এ এটির যাত্রা শুরু করে, বর্তমানে পল্টন ৩৫ জন ক্যাডেট রয়েছে। আর উপস্থিত ছিলেন জনাব জহুরা যাবীন আনিকা, প্রভাষক, কলেজ অব টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং PUO- প্রফেসর আন্ডার অফিসার, অধ্যাপক ড. এম এ জব্বার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), লেফটেন্যান্ট কর্নেল তৌফিক নওশাদ বিএনসিসি পরিচালক প্রশিক্ষণ ও মেজর আতাউল হক, অ্যাডজুট্যান্ট, ৫ রমনা রেজিমেন্ট, ড মমতাজুর রহমান, কো-অর্ডিনেটর, অধ্যাপক লুৎফর রহমান, ব্যবসায় প্রশাসন, জনাব শামসুল আলমা, উপ-পরিচালক (হিসাব), অধ্যাপক শাহজাহান, জনাব মোহাম্মদ মুসা, কো-অর্ডিনেটর, কলেজ অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (CTHM), অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, গনিত বিভাগ, জনাব এম এ মাজেদুর রহমান, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অফিসার ও মোঃ আবু হানিফ, IUBAT এর মিডিয়া রিলেশন্স অফিসার। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনসিসি পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে শুরু হয় এবং সফলভাবে শেষ হয়েছে।