শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০২:০৯ পূর্বাহ্ন
আইইউবিএটি প্রতিনিধি : বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় রজত জয়ন্তী পালন করছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো-“নারী-পুরুষের সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা”। এ উপলক্ষে আই ইউ বি এ টি ইউনিভার্সিটিতে একটি সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ফাহমিদা খাতুন, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ এর সভাপতি, সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাহমুদা খানম। সভাপতির ভাষণে অধ্যাপক খানম স্বাধীনতা অর্জনে বাংলাদেশী নারীর ঐতিহাসিক ভূমিকার ওপর আলোকপাত করেন এবং জাতির ভবিষ্যৎ রুপায়ণ নারীর ভূমিকা তুলে ধরেন। নারী দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিপার্টমেন্ট অব ইকোনোমিক্স এর সহকারী অধ্যাপিকা মিস সায়েয়া অজান্তা ইসরাত আরও বক্তব্য রাখেন অধ্যাপক ফেরদৌসি বেগম, অধ্যাপক ড. এম এ জব্বার। এ উপলক্ষ্যে শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।