মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০২:৩০ পূর্বাহ্ন
আইইউবিএটি প্রতিনিধি : শিল্প কারখানায় সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন বিষয়ক-জার্মান উন্নয়ন সহযোগী করপোরেশন (জিআইজেড-পিএসইএস)-এর সহযোগিতায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আই ইউ বি এটি বিশ্ববিদ্যালয়) এর অধীনস্ত পুরকৌশল বিভাগ শিল্প বর্জ্য শোধনাগারের রক্ষণাবেক্ষণ ও অপারেশনের উপর ৬ আগস্ট ২০১৬ শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সার্টিফিকেট কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জুরগেন হানাক, টীম লীডার, পরিবেশ কম্পোনেন্ট, পিএসইএস । উক্ত অনুষ্ঠানে অধ্যাপক মাহমুদা খানম, ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত), আইইউবিএটি বিশ্ববিদ্যালয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, পুরকৌশল বিভাগ ও কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (সিইএটি)অনুষদের প্রধান, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে অপারেশন এবং শিল্প বর্জ্য শোধনাগারের রক্ষণাবেক্ষনের উপর সার্টিফিকেট কোর্সের প্রয়োজনীয়তা তুলে ধরেন । বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তারেক রাসুল স্বাগত বক্তৃতা প্রধান করেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু হাসনাত বাদশা, প্রভাষক অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং জনাব সঞ্জয় কুমার ভৌমিক ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ার, ডাইরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী,শিক্ষার্থীবৃন্দ ও গবেষকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।