মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৫:১৫ অপরাহ্ন
রজত জয়ন্তী পালন করছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি। এই উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে অনেক শিক্ষামুলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানাদি ও কর্মসূচী। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে ৭৪তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগ আলাদা আলাদাভাবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম পালন করবে যা শুরু হয়েছে ১১ই ফেব্রুয়ারী এবং শেষ হয়েছে ১৬ ফেব্রুয়ারী। বিভাগগুলো হলো কলেজ অব বিজনেস এডমিনিস্ট্রেশন(সিবিএ),কলেজ অব নার্সিং(সিএন), কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অব ইকোনোমিক্স,কলেজ অব টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (বিএটিএইচএম) এবং কলেজ অব এগ্রিকালচারাল সাইন্স। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথী ও অতিথী হিসেবে থাকছে মাননীয় মন্ত্রী, টিভি ব্যাক্তত্ব, বিদেশী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টারে এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতি এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপাচার্য অধ্যাপক মাহমুদা খানম এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, বোর্ড অব গভর্নস সদস্য, সকল বিভাগের চেয়ার, কর্ডিনেটর, শিক্ষক, অফিসার, স্টাফ ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে শেষে শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহনে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।