বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১১:৩০ অপরাহ্ন
আইইউবিএটি প্রতিনিধি : বেসরকারী বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি বিশ্ববিদ্যালয়) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগ এর যৌথ উদ্যোগে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমের উপর এক কর্মশালা মঙ্গলবার ১৬ই মে, ২০১৭ ইং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। জনগন, ছাত্র-ছাত্রী ও শিক্ষিত সমাজকে ট্রাফিক আইন মেনে চলার সতেনতা বাড়ানোর জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে। রাস্তা পারাপারে ফুট-ওভারব্রিজ/আন্ডারপাস/জেব্রাক্রসিং ব্যবহার, রাস্তা পারাপারের সময় হেডফোন ব্যবহার এবং মোবাইলে কথা বলা, চলন্ত গাড়িতে উঠানামা থেকে বিরত, ঝুঁকি নিয়ে গাড়িতে ভ্রমন করা, নির্দিষ্ঠ স্থান ব্যতীত গাড়িতে উঠা, রেলওয়ে ক্রসিং/লেভেল ক্রসিং এ লাল বাতি জলন্ত অবস্থায় রাস্তা পার হওয়া, রাস্তায়/ফুটপাতে নির্মান সামগ্রী/দোকানের মালামাল ইত্যাদি সচেতনামুলক এর উপর আলোকপাত করা হয়। ট্রাফিক পুলিশের তৈরী একটি ভিডিও ডকুমেনটারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার, ট্রাফিক (ভারপ্রাপ্ত), ডিএমপি, ঢাকা, বিশেষ অতিথি ছিলেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক, উত্তর বিভাগ, ডি.এম.পি., জনাব খোরশেদ আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক, উত্তর বিভাগ, ডি.এম.পি, জনাব জিন্নাত আলী মোল্লা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক, উত্তর জোন, ডি.এম.পি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার, প্রফেসর ড এম এ জব্বার, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নর এর সদস্য প্রফেসর ড. খাজা মোঃ সুলতানুল আজিজ। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের প্রশ্ন পর্বের উত্তর দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী খালেদ সামস চিসতি বলেন আমি ট্রাফিক এর উপর পিএইচডি করছি গবেষনায় দেখছি ঢাকা শহরে ট্রাফিক পুলিশ সংখ্যা অনেক কম আরও জনবল বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন।