রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৪:৩১ পূর্বাহ্ন
আইইউবিএটি প্রতিনিধি : ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইইবিএটি) এর কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালি ম্যানেজমেন্ট (সিটিএইচএম) এর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট (টিসিটি) এর বুধবার ৩০শে নভেম্বর পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ঠ অধ্যাপক খাজা মো: সুলতানুল আজিজ, ও অধ্যাপক ড এম এ জব্বার, রেজিস্ট্রার, এবং জনাব মোহাম্মদ আবু হোরায়রা, কো-অর্ডিনেটর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সোসাইটির সহকারী অধ্যাপক শেখ ইরশাদ হোসেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অংশগ্রহণকারী দল এবং কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর শিক্ষার্থী উপস্থিত ছিলেন।