শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৮:২৬ পূর্বাহ্ন
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. অমৃতলাল বালা ১৬ এপ্রিল সোমবার ভোর ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেহত্যাগ করেন। প্রফেসর বালার প্রয়াণে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা সহ তাঁর সহকর্মীবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রফেসর অমৃতলাল বালা বাংলা বিভাগের সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তাঁর বেশকিছু গ্রন্থ ও প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি বহু এমফিল ও পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। আজ বিকেল ৩টায় স্থানীয় পঞ্চবটি শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।