রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১১:৫৭ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও বিশিষ্ট নারীনেত্রী ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক। সভাপতিত্ব করেন উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আবদুল খালেক। ইউনিভার্সিটির সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠানে ‘প্রফেসর আবদুল খালেক আশিবছরপূর্তি সংবর্ধনাগ্রন্থে’র মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর ড. হারুন-অর-রশিদ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ ও বাংলা বিভাগের প্রফেসর ড. খন্দকার ফরহাদ হোসেন (অনীক মাহমুদ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা বলেন, জ্ঞান আহরণে বই পড়া অপরিহার্য। জ্ঞান আহরণ ছাড়া আমাদের অর্থনৈতিক উন্নয়ন টেকসই হতে পারবে না। শ্রেষ্ঠ মানবরা জ্ঞান আহরণে বই পড়েছেন। আজকের এই গ্রন্থমেলায় ইউনিভার্সিটির শিক্ষকদের লেখা যে পরিমাণ বই এখানে প্রদর্শিত হচ্ছে, আমার বিশ্বাস দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণার ক্ষেত্রে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপিকা রাশেদা খালেক বলেন, বাংলা ভাষার আন্দোলন আমাদের স্বাধীনতার বাতিঘর। বাংলা ভাষাকে ঘিরে একটু একটু করে পথ কেটে কেটে এসেছে আমাদের প্রিয় স্বাধীনতা। ভাষা আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার বিন¤্র শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা। প্রফেসর ড. খন্দকার ফরহাদ হোসেন (অনীক মাহমুদ) বলেন, প্রফেসর ড. আবদুল খালেক এর শিক্ষা-গবেষণা, সাহিত্য, প্রবন্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া প্রয়োজন। তিনি প্রফেসর ড. আবদুল খালেককে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার দাবি জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রন্থমেলার আহবায়ক উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার রিয়াজ মোহম্মদ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আইন বিভাগের শিক্ষক ড. নাসরিন লুবনা ও সালাউদ্দিন সাইমুম তুহিন। মেলা চলবে ২৩ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত। মেলায় স্বনামধন্য কবি ও লেখক সমৃদ্ধ গ্রন্থের মঞ্জুরীতে উন্মুক্ত থাকছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।