শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০১:০৮ পূর্বাহ্ন
রুয়েট প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ফারহান খন্দকার স্বাক্ষর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে আনুমানিক আড়াইটার সময় ইন্তেকাল করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়না তদন্ত শেষে বেলা সাড়ে ১২টার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। নিহত ছাত্রের বাড়ি রাজশাহী মহানগরীর কাটাখালীতে। উল্লেখ্য, ২৮ জুলাই ২০১৬ সকাল সাড়ে ১০টার দিকে রুয়েটের প্রধান ফটকের সামনে একদল দুর্বৃত্তকারী স্বাক্ষরকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আহত হন তার সহপাঠী একাদশ শ্রেণীর শিক্ষার্থী তারিক জামিল। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে স্বাক্ষরের অবস্থা অবনতি হলে ঐদিনই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। ৮ দিন হাসপাতালের আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে শুক্রবার রাতে তার মৃত্যু হয়। হামলার ঘটনায় ফারহান খন্দকার স্বাক্ষরের পিতা মোস্তফা কামাল বাবলু বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা করেছেন বলে জানা গেছে।