শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০২:২৩ পূর্বাহ্ন
যদি বলো সোনালী সূর্যের তেজস্বী আভায় ঋদ্ধ
আকাশের বুকে ধ্রুব নক্ষত্রের ঔজ্জ্বল্যে অপার
তাঁর নাম মুহম্মদ শহীদুল্লাহ্- সাধনে সিদ্ধ
এক জ্ঞানানন্দ স্বামীর মহিমা আত্মআর্শি যাঁর,
বাঙালির সংস্কৃতি হাজার বছরের মায়া স্নিগ্ধ
কোল-ভিল-শবরীর ছায়ালোক চূর্ণকান্তি সার,
বুদ্ধিস্ট মিস্টিক সঙ্ ভাষারাশি বরে জ্ঞানবৃদ্ধ
ক্রৌঞ্চপতি যশোমানে শত ভাগ অথই সাগর।
বিদ্যাচর্চা নিত্যধামে নিজে তিনি বিদ্যাকল্পদ্রুম
আদর্শের ধ্বজা তুলে শিষ্যের সোপানে মহাযোগী,
দিশে দিশে কল্যাণের ব্রতচারী তপস্বী নির্ঘুম-
বিবেকের ধ্যানালোকে সুন্দরের চিরশ্রী উদ্যোগী;
শহীদুল্লাহ্ বাঙালি ধ্যানীর অনন্য প্রতিকৃতি,
যুগান্তের জ্ঞানপতি নিশান্তের অনশ্বর স্মৃতি।
লেখক : প্রফেসর, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়