শনিবার, ০৬ মার্চ ২০২১, ১০:২১ পূর্বাহ্ন
আইইউবিএটি প্রতিনিধি : ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি ) বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য মরহুম অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ান এর স্মরণে কুলখানি ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই মে রবিার বিকাল পাঁচটায় উত্তরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত কুলখানি ও দোয়া মাহফিলে এবং আলোচনা সভায় অংশগ্রহন করেন, বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর ড. খাজা মোহাম্মদ সুলতানুল আজিজ, প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ড মিয়ানের ছেলে জুবায়ের আলিম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার, ডিপার্টমেন্টের চেয়ার, ডাইরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এলামনাই, শিক্ষার্থীবৃন্দ, বন্ধুবান্ধব। এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে তাদের আত্মীয়-স্বজনসহ শুভানুধ্যায়ী সবাই অংশগ্রহণ করেন । অধ্যাপক মিয়ান দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগ্রদূত। গত বুধবার মারা যান তিনি। তাঁর মৃত্যুতে ৫ দিনের শোক পালন করছে আইইউবিএটি বিশ্ববিদ্যালয়।