May 27, 2019, 11:34 am

এনবিআইইউর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিদায় সংবর্ধনা ও সনদপত্র প্রদান

এনবিআইইউর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিদায় সংবর্ধনা ও সনদপত্র প্রদান

এনবিআইইউ প্রতিনিধি : মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় নর্থবেঙ্গল ইন্টারনাশন্যাল ইউনিভার্সিটির এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) বিভাগের উদ্যোগে ৪র্থ ব্যাচ (দু’বছর) এবং ৭ম ব্যাচ (এক বছর) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি কথাশিল্পী ও নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রদেয় সনদপত্র যেন ফলদায়ক হয় এ আমাদের সার্বক্ষনিক প্রত্যাশা। গণতন্ত্রের অমিয় বাণী হিসেবে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে তোমাদের এ শিক্ষা বাস্তব রুপ পাবে বলে আমি আশা করি।  শুক্রবার সকাল ১০টায় রাজশাহী নগরীর আলুপট্টিস্থ এনবিআইইউ এর কনফারেন্স রুমে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান আলোচক নর্থবেঙ্গল ইন্টারনাশন্যাল ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট কলামিষ্ট ও লোকবিজ্ঞানী প্রফেসর ড. আবদুল খালেক বলেন, ক্ষুধা তিন ধরনের। মানসিক, জৈবিক এবং জঠরের ক্ষুধা। এর মধ্যে শিক্ষার মাধ্যমে মানসিক ও জঠরের ক্ষুধা মিটে। শিক্ষকরা ছাত্রদের ভিতরের সম্ভাবনা আবিষ্কার করে। একজন প্রকৃত শিক্ষকের অভিলক্ষ্য এমনটাই যা আমাদের নর্থবেঙ্গল ইন্টারনাশন্যাল ইউনিভার্সিটি অবিরাম দিয়ে যাচ্ছে। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট লোকবিজ্ঞানী উপ-উপাচার্য প্রফেসর ড.আব্দুল জলিল, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, সভাপতি প্রফেসর ড.আনসার উদ্দিন, প্রফেসর ড.রুহুল আমিন, বিভাগীয় প্রধান ড. হাবিবুল্লাহ প্রমুখ। এছাড়াও বিদায়ী ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, নরেন কুমার ও এনামুল হক। এসময় বিদায়ী শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট, ফুল ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


Please share this post in your social media

আর্কাইভ

business add here
© TipuIT.Com
Developed by TipuIT.Com